“আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডাঃ কানিজ হোসেন জাহান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এনএম শাহজালাল, ম্যাটস এর প্রাক্তণ অধ্যক্ষ ডাঃ দুলাল চক্রবর্তী, ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র গাইনি কনসালটেন্ট ডাঃ এমদাদুল হক।
অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। বক্তারা, বিষন্নতাকে মানসিক রোগ সম্মোধন করে তা সমাধানে চিকিৎসকদের পাশাপাশি পরিবারের তথা সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮