পটুয়াখালীর কলাপাড়ায় নব-নির্বাচিত পৌরশহর ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের মমতা শপিংমল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম।
এছাড়া অন্যান্যদের বক্তব্যে রাখেন সমিতির নব নির্বাচিত সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, সাধারন সম্পাদক মো.ফিরোজ সিকদার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান কাবুল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বর্নাঢ্য এক র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১