কিশোরগঞ্জের অষ্টগ্রামে রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে বেগম ফখরুন্নেছা (৬৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। ফখরুন্নেছা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আব্দুল মুবিনের মামি বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের স্বামী হেলালউদ্দিন খান কিশোরগঞ্জ কালেক্টরেটের অবসরপ্রাপ্ত পেশকার। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় তাদের বাসা। একটি বিয়ের অনুষ্ঠানে স্বামীসহ তিনি অষ্টগ্রামে গিয়েছিলেন। শুক্রবার বিকালে রিক্সায় করে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে তিনি পড়ে যান। সাথে সাথে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যার পর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৭/হিমেল