ময়মনসিংহের ভালুকায় ১১ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার রাজৈ ইউনিয়নে ৪ কিলোমিটার ও ধীতপুর ইউনিয়নের দেয়ালিয়াপাড়া এলাকার ৭ কিলোমিটার লম্বা পল্লী বিদ্যুতের লাইনের উদ্বোধন করা হয়।
দেয়ালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্ভোদনি অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ইউপি চেয়ারম্যার আশরাফুল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪