ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার ভাইটকান্দি সখল্লা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পিকআপ ভ্যানের দুই যাত্রী আহত হন।
নিহতরা হলেন ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা গ্রামের শহীদ (৪২), হৃদয় (২০) ও ময়মনসিংহ শহরের কেওয়াটখালি এলাকার ইদ্রিস (৪২)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা এ খবর নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল ২০১৭/হিমেল