শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায় পদ্মা নদীতে চলাচলকারি পণ্যবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জাজিরার বিলাশপুর এলাকার স্বপন ভূইয়ার নেতৃত্রে একটি চক্র এ চাঁদা আদায় করছে বলে জানা গেছে। শরীয়তপুর গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার ওই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকা দিয়ে প্রতিদিন ২০০ হতে ২৫০টি পণ্যবাহী নৌযান বিভিন্ন স্থানে চলাচল করে। ছোট নৌযানের কাছ থেকে পাঁচশ’ আর বড় নৌযানের কাছ থেকে এক হাজার পাঁচশ’ টাকা আদায় করা হয়। গত ছয় মাস যাবৎ ওই চক্রটি চাঁদা আদায় করছে।
ওই চক্রের ৫-৬ জন সদস্য একটি ট্রলার নিয়ে নদীতে অবস্থান করেন। পন্যবাহী নৌযান যাওয়ার সময় ওই ট্রলার দিয়ে তাদের গতিরোধ করা হয়। এরপর তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়।
গত শুক্রবার জাজিরার কুন্ডেরচর এলাকার পদ্মা নদী দিয়ে সিমেন্ট বোঝাই করে ফরিদপুর যাচ্ছিল সিলেটের একটি নৌযান। ওই বলগেটের (পণ্যবাহী নৌযান) চালক হাসান মিয়া বলেন, জাজিরার কুন্ডেরচর এলাকায় একটি ট্রলার তাদের গতি রোধ করে এক হাজার পাঁচ‘শ টাকা চাঁদা নিয়েছে। গত ছয় মাস যাবৎ ওই চক্রটি তাদের কাছ থেকে টাকা আদায় করছে।
একই সময় ওই এলাকা দিয়ে নারায়নগঞ্জ থেকে ময়দা বোঝাই করে মাদারীপুরে যাচ্ছিল রাসেল খলিফার ট্রলার। তার কাছ থেকে পাঁচশ’ টাকা রাখা হয়েছে। তিনি বলেন, এখান দিয়ে যাওয়া-আসা করলেই টাকা দিতে হয়। টাকা দিতে না চাইলে আমাদের মারধর করে। ভয়ে আমরা টাকা দিয়ে দেই।
রবিবার পদ্মা নদীর জাজিরার কুন্ডেরচর এলাকায় ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের পাচঁ সদস্যকে আটক করেন। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মোতালেব সরদার, আলতাফ হোসেন খা, রাসেল মোল্যা, রুবেল সরদার ও সালাম বেপারী।
স্বপন ভূইয়া মুঠোফোনে বলেন, নৌযান থেকে টাকা উত্তোলনের অনুমোদন রয়েছে। নৌযান যাতে পদ্মা নদীতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য তাদের ওই এলাকার দায়িত্ব দেয়া হয়েছে শিপ মালিক ও শ্রমিক সমিতি থেকে।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, একটি চক্র পদ্মা নদীর জাজিরার কুন্ডেরচর এলাকায় নৌযান থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। রবিবার চাঁদা আদায় কালে হাতে নাতে পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৭/হিমেল