বিশ্ব উচ্চ রক্তচাপ উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে সপ্তাহব্যাপী উচ্চ রক্তচাপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, অস্থায়ী ওই ক্যাম্পে সার্বক্ষণিক রোগীদের রক্তচাপ পরীক্ষা করছেন মেডিকেল অফিসার ডা. নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল জলিল রিপন, উপজেলা সেনিটারী ইন্সপেক্টর হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর মো. ইউনুছ, গাজী শহিদুল ইসলাম, ফারুক ইসলাম টিপু, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার