বনানীর হোটেল রেইনট্রিতে আলোচিত দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় ওই হোটেলের মালিক ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য বিএইচ হারুন ও পরিচালক মাহির হারুনকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ফেইসবুকে লাইক দেয়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও সমর্থকদের হাতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কমিটি। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনের কাঠালিয়া উপজেলা কার্যলয়ে তালা মেরে দিয়েছে উপজেলা চেয়ারম্যানের ক্যাডাররা।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক আজমীর হোসেন তালুকদার, সময় টিভির জেলা প্রতিনিধি পলাশ রায়, বিএমএসএফ’র ঝালকাঠি জেলার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, স্থানীয় দৈনিক সময়ের বার্তার মফস্বল সম্পাদক ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত ও এইচ এম গিয়াস উদ্দীন।
এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম। মানববন্ধন চলাকালে উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারের বাহিনীর সন্ত্রাসী জামাই মনির কর্মসূচি অংশ গ্রহণকারী এক সাংবাদিকের সেলফোনে কল দিলে নানাপ্রকার হুমকি দেয়ায় উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিস্ময় প্রকাশ করে। এছাড়াও আহত বাদলের ঘটনা নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়া নিয়ে উপজেলা চেয়ারম্যানের বাহিনীর ক্যাডাররা ক্ষিপ্ত হয়ে পুনরায় হুমকি-ধূমকি দেয়ায় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বাদল নিজের ও কাঠালিয়ায় বসবাসরত তার বিধবা মাসহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএসএমএফ কেন্দ্রীয় কমিটি আগামী ২১ মে রবিবার সারাদেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে এ ঘটনার বিচার দাবী করে স্মরকলিপি কর্মসূচি ঘোষণা করেছে।
প্রসঙ্গত, বনানীর হোটেল রেইনট্রিতে আলোচিত দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুন ও তার ছেলে মাহির হারুনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ওই সংবাদে লাইক দেয়ায় ঝালকাঠির কাঁঠালিয়ার সাংবাদিক এইচএম বাদলকে স্থানীয় উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার লোকজন গত মঙ্গলবার দুপুরে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত সাংবাদিক বাদল বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার