দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে নৈশ কোচের ধাক্কায় মোঃ জিয়ারুল ইসলাম (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী মোছাঃ শিউলী (২৬) এবং ছেলে মোঃ জিসান (০৫)।
নিহত মোঃ জিয়ারুল ইসলাম বীরগঞ্জের ভোগনগর ইউপির মাঝবোয়াল গ্রামের মৃত মোঃ গলিয়ার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের সাতোর ইউপির গোয়াল পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ী বীরগঞ্জের মোহাম্মদপুর ইউপির মাহানপুর হতে স্ত্রী মোছাঃ শিউলী এবং ছেলে মোঃ জিসানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ভোগনগর ইউপির মাঝবোয়াল গ্রামে ফিরছিলেন মৃত মোঃ গলিয়ার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম। পথে রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-পঞ্চগড় সড়কের গোয়াল পাড়া মোড়ে একটি নৈশ কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।