পঞ্চগড়ে জঙ্গিবাদ ও মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বর্ষব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। জেলা পুলিশিং কমিটি এবং ক্রাইম কন্ট্রোল মডেল (সিসিএম) এর আয়োজনে শুক্রবার সকালে এই কর্মসূচি শুরু করা হয়।
এ উপলক্ষ্যে শহরের ইসলামবাগ এলাকায় বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক আমানুল্লাহ বাচ্চু, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তাসহ জেলার পুলিশিং কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সর্ষের মধ্যেই ভূত থাকলে মাদক এবং জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না। এসব বিষয়ে যারা তদবির করেন তাদেরও শাস্তি হওয়া দরকার।
আলোচনা শেষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রাসহ অতিথি এবং পুলিশ বাহিনীর সদস্যরা শহরের কয়েকটি বাড়িতে ভাড়াটে এবং বাড়িওয়ালাদের সঙ্গে মাদকসেবী এবং জঙ্গিবাদ বিষয়ে মতবিনিময় করেন।
জেলা পুলিশিং কমিটি এবং ক্রাইম কন্ট্রোল মডেল (সিসিএম) সূত্রে জানা গেছে জেলার ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা পর্যায়ে গণসংযোগ কর্মসূচির কার্যক্রম চলবে। জেলার প্রত্যেকটি বাড়িতে গিয়ে জঙ্গিবাদ এবং মাদকবিরোধী প্রচারণা চালানো হবে।
বিডি প্রতিদিন/১৯ মে, ২০১৭/ফারজানা