‘প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল’- এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে শেষ হয়েছে ৫ দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব। শুক্রবার দুপুরে স্থানীয় কবি জসীমউদদীন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি বৃন্ত দাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রশিদ, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব শওকত আলী জাহিদ, আবু সুফিয়ান চৌধুরী কুশল, সিরাজ-ই কবির খোকন, আমিনুর রহমান ফরিদ, আবদুর রাজ্জাক মোল্যা প্রমুখ।
ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে জাতীয় এ বিতর্ক প্রতিযোগীতায় ফরিদপুর ও রাজবাড়ী জেলার ৩৪টি স্কুল ও ৮টি কলেজের বিতার্কিকরা অংশ নেয়। সমাপনী দিনে বিতার্কিকরা দুই ভাগে বিভক্ত হয়ে ‘বর্তমান সরকারের সবচে বড় সাফল্য যুদ্ধাপরাধীদের বিচার’ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/হিমেল