চাঁপাইনবাবগঞ্জে ৮’শ গ্রাম গান পাউডার, শতাধিক জিহাদী বই ও চাঁদার রশিদসহ ১৩ শিবির কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জেলা শহরের চাঁন্দলাই বাগানপাড়ার সাদিকুল ইসলামের বাড়ি থেকে ৮ জন এবং হুজরাপুর পাওয়ারহাউস এলাকার একটি মেস থেকে ৫ জনকে আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ বেলা সাড়ে ১১ টার দিকে সাংবাদিকদের জানান, দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল করে শিবির কর্মীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে মিছিলে নেতৃত্বদানকারী ওয়ার্ড পর্যায়ের শিবির নেতা শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের এনামুল হকের ছেলে আল আমিনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আরও ১২ শিবিরকর্মীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার চরপাঁকা গ্রামের আব্দুল বাসিরের ছেলে কবির হোসেন, সেলিমাবাদ খানপাড়ার তৈমুর রহমানের ছেলে আব্দুল আজিজ, চাতরা গ্রামের মোক্তার আলীর ছেলে শফিকুল ইসলাম, শ্যামপুর ছোটহাদিনগর গ্রামের আকবর আলীর ছেলে হারুন অর রশিদ, জালমাছমারি গ্রামের আইনুলহকের ছেলে হেলাল উদ্দিন, জেলা শহরের ইসলামপুর বড়ইন্দারা মোড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে নূরে আলম, গোমস্তাপুর উপজেলার বেনুচক গ্রামের আব্দুল খালেকের ছেলে খাদেমুল ইসলাম, মকরমপুর গ্রামের নূরুল আজমের ছেলে আব্দুর রাকিব, শ্যামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল মাত্তাকিম, চিড়াডাঙ্গা গ্রামের নেস মোহাম্মদের ছেলে নাজমুল হক, ভোলাহাট উপজেলার চরধরমপুর মুন্সিপাড়ার আশরাফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও গোহালবাড়িগ্রামের শাহজাহান আলীর ছেলে আসাদুল্লাহ নিহাদ।
এ ব্যাপারে সদর থানায় ডিবি ও পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/১৯ মে, ২০১৭/ওয়াসিফ