ময়মনসিংহের ভালুকায় রত্না আক্তার সাবানা (৩০) নামের এক গার্মেন্টসের নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১১টার দিকে জামিরদিয়া এলাকার জামাল মেম্বার ও ইব্রাহীমের বহুতল ভবনের মাঝখানে সাবানাকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাস্টারবাড়ি এলাকার জোসনা মেডিকেল হলে নিয়ে গেলে সেখান থেকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তিনি মারা যান। সাবানার বাড়ি সিলেট জেলায়।
নিহতের ভাই আলীম উদ্দিন জানান, জামিরদিয়া এলাকায় আরিফ মিলে চাকরি করেন। সাবানা তার সাথে একই বাসায় থেকে মিলে চাকরি করতো। গত এক বছর পূর্বে সাবানা আরিফ মিলে চাকরি করা অবস্থায় আরেক জনের হাত ধরে তাঁর বাসা থেকে চলে যায়। এক বছরের মাঝে তার কোন সন্ধান পাওয়া যায়নি। গত মঙ্গলবার জামিরদিয়া এলাকায় আসে।
ভালুকা মডেল থানার এস.আই ফারুক আহম্মেদ জানান, ঘটনা সময় আমি ওই এলাকাতেই কর্তব্যরত ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কেউ কেউ বলছে পাশে দুই বিল্ডিং এর যেকোন একটির ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েছেন। কি কারণে লাফ দিয়েছে তার কারণ জানা যায়নি। মৃত্যুর আগ মুহূর্তে সাবানা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তারের কাছে তার নাম ও একটি মোবাইল নম্বার দিয়ে যায়। এ ঘটনায় কোন মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার