বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবন কাল সম্পন্ন মসুরের জাত বিনা মসুর-৮ এর প্রচার ও সম্প্রসরণের লক্ষে আজ সকালে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেরইল পলিতা ও ভাঙ্গুরায় মাঠ দিবস শেষে পলিতা বাজার এতিম খানা চত্বরে মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকর্তা সুশাস চৌহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ও বিনা -৮ এর উদ্ভাবক ড. স্নিগ্ধা রায়।
এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, বিনা মাগুরার উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকর্তা সম্পা রাণী ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা নুসরাত করিব, বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী, বিনা কর্মকর্তা মৃণাল কুমার শীল, কৃষক নিতাই চন্দ্র চৌধুরী প্রমুখ।
বিনা -৮ এর উদ্ভাবক ড. স্নিগ্ধা রায় জানান, বিনা-৮ জাতের মসুর স্বল্প জীবন কালীন। অন্যান্য জাতের চেয়ে এটি ৮/১০ আগে ওঠে। অন্যান্য জাত যেখানে বিঘা প্রতি ৩/৪ মণ ফলন হয়। সেখানে বিনা-৮ জাতের মসুর ৬ থেকে ৮ মণ পর্যন্ত ফলন হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন