শিরোনাম
২২ এপ্রিল, ২০১৯ ১৬:০১

চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুড়তলা গ্রামে পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।

জেলা শহরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা জাহানারা ফাউন্ডেশনের আয়োজনে এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ।

সভাপতিত্ব করেন জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জাহানারা খাতুন টগর। এতে বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু, যুব উন্নয়ন অধিদপ্তরের সিএম মো. আসাদুজ্জামান ও ইউপি সদস্য লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য এ উদ্যোগ তা প্রশংসার দাবিদার। মূলধারার শিখন পদ্ধতি থেকে এতদিন যারা বঞ্চিত ছিল, এ ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছেন। এজন্য সমাজের সকলের উচিৎ জাহানারা ফাউন্ডেশনের পাশে দাঁড়ানো।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর