ফার্নিচার ব্যবসায়ী মহর আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে পৌর এলাকার বেড়াবুচনা বউ বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় রাস্তার দুই পাশে শতশত নারী-পুরুষ ও শিশুরা হত্যার প্রতিবাদ জানান। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি করেন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর মেহেদী হাসান আলীম, যুবদল নেতা আশরাফ পাহেলী, সাবেক কাউন্সিলর হায়দার আলী ও মাতাব্বর মীর শাহজামান প্রমুখ।
উল্লেখ্য, নিহত মহর আলী বেড়াবুচনা বউ বাজারে ফাহিম ফার্নিচার নামে একটি দোকানে চালাতেন। রবিবার বিকাল থেকে তিনি নিখোঁজ হন। সোমবার সকালে কাজিপুর মহিলার মাদ্রাসার পাশে তার খণ্ডিত লাশ পাওয়া যায়। নিহতের দেহ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন ছিল। মাথা ও পা পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কালাম