সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার রূপাপাত ও শেখর ইউনিয়নের শেখর, কাটাগড়, গঙ্গানন্দপুর, রাখালতলি, মাইটকোমরা, সহস্রাইল, দুর্গাপুর, সুর্যোগসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
এদিকে আজ সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বেশ কয়েটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ এলাকার মানুষ চট্টগ্রামের মাহ্মুদাবাদের হযরত ইয়াছিন আলী (র.) এবং কোলকাতার মির্জাখিল পীরের অনুসারী। দীর্ঘদিন যাবৎ মির্জাখিল পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদের নামাজ আদায় করে থাকে। সোমবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার মধ্যপ্রাচে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলার আলফাডাঙ্গার কয়েকটি গ্রামে একই পীরের অনুসারী কিছু লোক ঈদ উদযাপন করছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন