হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে দল থেকে বহিস্কৃত মিজানুর রহমানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ও পৌর যুবলীগ। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সামনের প্রধান রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি শওকত আকবর চৌধুরী সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৪জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম