ডিএ তায়েব অভিনীত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘কোটি টাকার বায়না’ আজ রাত ১১:৩০ এ এটিএন বাংলায় প্রচার হবে। সামিরা শিমুর রচনায় টেলিফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন নাসির উদ্দিন মাসুদ।
ডিএ তায়েব বলেন, আমি এই গল্পে একটি মজার চরিত্রে অভিনয় করছি যা দর্শকদের অনেক আনন্দ দিবে।
টেলিফিল্মটিতে আরও অভিনয় করছেন অহনা, আনহা তামান্না, হুমায়ারা হিমু, মকফুবার রহমান সুইট, শরিফ সারোয়ার, লিজা মিতু, অনন্যা আফরীন, সৌরভ ভট্টাচার্য্য, মুকুল চৌধুরী, লিটন চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা