১১ জুন, ২০১৯ ১৪:৫২

বরিশালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সেমিনার

‘মুজিববর্ষ ২০২০ পালন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বরিশালে।

মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,
জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক এবং উন্নয়ন কর্মীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ ২০২০ পালন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের তথ্য প্রযুক্তিতে আরও দক্ষতা অর্জন করতে হবে। শুধু তথ্য প্রযুক্তিতে উন্নয়ন করলেই চলবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে।
সেমিনারে উন্মুক্ত পর্বে ‘মুজিববর্ষ ২০২০ পালন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে’ অংশগ্রহণকারীদের নানা মতামত এবং পরামর্শ
নেওয়া হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর