ভোলার চরফ্যাশন ঢালচরের ট্যাংগার চরে সাগর মোহনায় মাছ শিকার করতে গিয়ে ট্রলার ডুবিতে নিহত ৭ জনের লাশ হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এখনো ১২ জেলের সন্ধান মেলেনি।
শুক্রবার চরফ্যাশন থানায় ৭ জেলের লাশ আনার পর নিহত রসুলপুরের জাহাঙ্গীর ও শামসুদ্দিন, চর মাদ্রাজের বাবুল ও কামাল, উত্তর মাদ্রাজ গ্রামের অলিউদ্দিন, অজিউল্লাহ ও মাসুদকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
চর মাদ্রাজ এলাকার ওয়াজ উদ্দিন মিন্টু জানান, ট্রলার ডুবিতে সেলিম, দেলোয়ার, জিহাদ, তছির ও রফিক নিখোঁজ। এছাড়া একই দিনে ট্রলার ডুবিতে নুরাবাদ, ফরিদাবাদ, আহাম্মদপুর গ্রামের শাজাহান মাঝির ট্রলার দুর্ঘটনায় ১৪ জেলে সাগরে এখনও নিখোঁজ রয়েছে।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন বলেন, নিহত জেলে পরিবারের কাছে ৭ লাশ হস্তান্তর করা হয়েছে। সাগরে নিখোঁজ আরও ১২ জেলেকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল