১৬ অক্টোবর, ২০১৯ ১৮:৩৬

চরভদ্রাসনে ইলিশ শিকারি ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে ইলিশ শিকারি ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে ইউএনও

ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধ ইলিশ শিকারি ধরতে গিয়ে স্পিডবোট উল্টে বুধবার বিকাল ৩ টার দিকে দুর্ঘটনার কবলে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। এ সময় তিনি ডান পা ও হাতে আঘাতপ্রাপ্ত হন।

জেসমিন সুলতানা জানান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা নাসরিনকে সঙ্গে নিয়ে দুটো স্পিডবোটযোগে চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা নামক স্থানের পদ্মার অংশে গেলে জেলের নৌকা দেখতে পেয়ে ধাওয়া করেন। জেলেরা নৌকা পাড়ে ভিড়িয়ে দৌঁড় দিলে পাড়ের বড় একটি মাটির চাপ স্পিডবোটের ওপর এসে পড়ে। এতে বোটটি উল্টে পানিতে পড়ে তার ডান পা ও হাতে আঘাত লাগে।

ও অভিযানে ৪ জেলেকে আটক করে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ৩০ কেজি ইলিশ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর