১৬ অক্টোবর, ২০১৯ ১৮:৫৪

বিশ্ব ডিম দিবস উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের ডিম খাওয়ালেন বরিশাল জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিশ্ব ডিম দিবস উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের ডিম খাওয়ালেন বরিশাল জেলা প্রশাসক

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বরিশাল নগরীর ১০৫ নম্বর দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিম খাওয়ালেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

‘সুস্থ্য মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ স্লোগান নিয়ে ১১ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ডিম দিবস। 

এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে নগরীর দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিম খাওয়ানো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষার্থীকে খাওয়ানোর জন্য একটি করে সিদ্ধ ডিম বিতরণ করেন জেলা প্রশাসক। 

বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তারফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর