১৬ অক্টোবর, ২০১৯ ১৯:৪৪

গৌরনদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

গৌরনদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়ালখাঁ নদীর শাখা পালরদী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন। বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন তিনি। 

এর দুই দিন আগে থেকে পালরদী নদীর বাউরগাতি এলাকা থেকে এমএসএস টেডার্স নামে ইট ভাটার মালিক মামুন খান তার ভাটা সংলগ্ন নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। অবৈধ ড্রেজার দিয়ে অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছিল ওই এলাকার বিভিন্ন স্থাপনা। জনস্বার্থে বুধবার ওই ড্রেজার বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর