শিরোনাম
১৬ অক্টোবর, ২০১৯ ২০:২০

সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে : আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে : আব্দুল মান্নান

বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে। বন্যার সময় দুর্গত মানুষকে প্রয়োজনীয় ত্রাণ দেয়া হয়েছে। বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য সকল সহযোগিতা অব্যাহত রয়েছে। 

বুধবার সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আব্দুল মান্নান আরও বলেন, সব সময় সাহায্যের উপর নির্ভর করা যাবে না। কাজেই মানুষের কর্মের সংস্থান করতে হবে। সরকার আগামী চার বছরে যোগ্যতা অনুযায়ী প্রতি পরিবার হতে একজনের কর্মের ব্যবস্থা করবে। জনসংখ্যার চাপ দিনদিন বাড়ছে, আবাদি জমির পরিমাণ কমছে। বর্ধিত জনসংখ্যার খাদ্যের যোগান কম জমি হতে করতে হবে। এজন্য উন্নত পদ্ধতি ব্যবহার করতে হবে। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সেক্রেটারি একেএম সুরুতজামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, ডাক বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এর প্রতিনিধি শরিফ খান, রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের কার্য নির্বাহী সদস্য আবু ওবায়েদ মো. রাফি, ইউনিট লেভেল অফিসার মোল্যা তৌহিদুল ইসলাম নয়ন, যুব প্রধান রাশেদা খাতুন রাণী প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর