শিরোনাম
১৬ অক্টোবর, ২০১৯ ২০:৪৬

বগুড়ায় ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখের ব্যবহৃত সরকারি ফোন নম্বর ক্লোন করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সরকারি প্রকল্প দেয়ার কথা বলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। 

ঘটনাটি জানতে পেরে বুধবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। 

এতে সংঘবদ্ধ চক্রটির ব্যাপারে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানান তিনি। পাশাপাশি কেউ ওই চক্রটির সন্ধান পেলে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতেও বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, তার ব্যবহৃত সরকারি নম্বর ০১৭৩৩-৩৩৫৪২৭ ক্লোন করে এবং তার পরিচয় দিয়ে অন্য কোন নম্বর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ দেয়া হবে বলে টাকা দাবি করছেন। এছাড়া সরকারি বিশেষ বরাদ্দ ও বিভিন্ন প্রকল্প দেয়ার কথা বলেও জনপ্রতিনিধিদের নিকট ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ আসছে। এতে বিভ্রান্ত না হয়ে এমন কোনো ফোন পেলে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা থানা পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়েছে। সংঘবদ্ধ ওই প্রতারক চক্রটিকে ধরতে থানা পুলিশে জানানো হয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর