১৩ নভেম্বর, ২০১৯ ১৫:৫২

সড়ক আইন বাস্তবায়নে নীলফামারীতে পুলিশের প্রচারাভিযান

নীলফামারী প্রতিনিধি :

সড়ক আইন বাস্তবায়নে নীলফামারীতে পুলিশের প্রচারাভিযান

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে নীলফামারীতে প্রচারাভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সচেতনামূলক এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী, ট্রাফিক বিভাগের পরিদর্শক সেলিম হোসেন ও আবুল কালাম আজাদ, মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নুর আলম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন উপস্থিত ছিলেন। 

প্রচারাভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা সম্বলিত এবং জরিমানা ও দণ্ড বিষয়ক লিফলেট মোটারসাইকেল চালক, বাস, ট্রাক, মাইক্রোচালকসহ বিভিন্ন পরিবহনে বিতরণ করেন পুলিশ সুপার। পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, আজকে আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়কে অবস্থান নিয়ে আইন সমন্ধে মানুষকে অবহিত করছি। আগামী ১ডিসেম্বর থেকে আইন বাস্তবায়ন করা হবে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর