১৩ নভেম্বর, ২০১৯ ১৬:৫৭

লক্ষ্মীপুরের চরাঞ্চলে কৃষি উপকরণ বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চরাঞ্চলে কৃষি উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় চরাঞ্চলে ১২৫ জন সুফলভোগীর মাঝে কৃষি উপকরণ (মুরগী ও শেড) বিতরণ করা হয়েছে। উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (১৩ নভেম্বর) সকালে রামগতি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে এসব উপকরণ বিতরণ করা হয়। 

এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আইয়ুব মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন। এসময় আরও ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন প্রমুখ।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর