১৩ নভেম্বর, ২০১৯ ১৮:৩৫

পরিবহন আইন বাস্তবায়নে দিনাজপুরে পুলিশের লিফলেট বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

পরিবহন আইন বাস্তবায়নে দিনাজপুরে পুলিশের লিফলেট বিতরণ

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে ট্রাফিক পুলিশ দিনাজপুর। প্রচারের অংশ হিসেবে সড়ক পরিবহন আইন ২০১৮ এর গুরুত্বপূর্ণ নির্দেশনাসমুহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। 

বুধবার জেলা শহরের বিভিন্ন মোড়ে পরিবহন আইনের গুরুত্বপূর্ণ নির্দেশনা সমূহ প্রচার ও লিফলেট বিতরণ করে দিনাজপুর ট্রাফিক পুলিশ।

শহরের সদর হাসপাতাল মোড় ও সরকারি কলেজ মোড়ে মোটরসাইকেল চালকসহ অন্যান্য যানবাহন চালকদের থামিয়ে এ আইন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ এবং তাদের হাতে লিফলেট তুলে দেন। 

সচেতনতামূলক পরামর্শ এবং তাদের হাতে লিফলেট বিতরণ উদ্বোধন করেন দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আশরাফ, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ, ট্রাফিক টিআই তৌহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, জেলা পুলিশের নির্দেশে তারা বিভিন্ন ধরনের যানবাহন চালকদের মাঝে এ আইনের জেল জরিমানগুলো তুলে ধরেন এবং এর সুফলগুলো তাদের মেনে চলে স্বাভাবিক জীবন যাত্রা চলাচলে পরামর্শ দেয়া হয়।  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর