১৩ নভেম্বর, ২০১৯ ২১:০৭

কুমিল্লায় জঙ্গিবাদ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জঙ্গিবাদ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার কুমিল্লা পুলিশ লাইন শহীদ আর.আই এম.বি.এম আবদুল হালিম মিয়নায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভুইয়া, নারী নেত্রী পাপড়ী বসু, এনএসআইয়ের যুগ্ম পরিচালক জিএম আলিম উদ্দিন গাজী, র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মুহিতুল ইসলাম। 

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) তত্ত্বাবধানে তিনদিন ব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর