১৩ নভেম্বর, ২০১৯ ২১:৩৩

‘বুলবুল’: মোরেলগঞ্জে ৫০ হাজার কৃষক ও সাড়ে ৬ শ' হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:

‘বুলবুল’: মোরেলগঞ্জে ৫০ হাজার কৃষক ও সাড়ে ৬ শ' হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৯ হাজার ৮৬৩ জন কৃষক কমবেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৬৩৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে পান, কলা, ডাল ও মরিচ। আপেল কুল ধ্বংস হয়েছে ১২ হেক্টর জমির। রোপা আমন ও উচ্চ ফলনশীল ধানের বড় ধরণের কোন ক্ষতি হয়নি। 

বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে প্রনোদনা (বিনামূল্যে উৎসাহমূলক সহযোগীতা) দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে রোপা আমন ধানের ৫’শ হেক্টর জমি আংশিক ক্ষতি হয়েছে। ১৫০ হেক্টর জমিতে থাকা ডাল, মরিচ, কলা, সবজি, পান ও আপেল কুলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

১০ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ১০ হাজার ১০৭ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। গবাদি পশু নিহত হয় ১৬টি। বিদ্যুতের ৬০টি খাম্বা ও ২৫টি ক্রস আর্ম ভেঙ্গে পড়ে। জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ১৫ শ' ৪০টি চিংড়ি মাছ ও কাকড়ার ঘের। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর