১৯ নভেম্বর, ২০১৯ ১৩:৫৯

মানিকগঞ্জে আমন ধান কাটার উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আমন ধান কাটার উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত

মানিকগঞ্জে আমন ধান কাটা উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাটুরিয়া উপজেলার জান্না এলাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ এই উৎসবের আয়োজন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, মানিকগঞ্জ কৃষি প্রশিক্ষন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী। পরে তারা ধান কেটে ধান কাটার শুভ সূচনা করেন।

ধানের উৎপাদন খরচ কমাতে এ সময় কম্বাইন্ড হারবেষ্টর (ধান কর্তন ও মাড়াই যন্ত্র) এর সাথে কৃষকদের অবগত করানো হয়। ৭ লক্ষ টাকার মূল্যের এই কম্বাইন্ড হারবেষ্টর দিয়ে ঘন্টায় ১ বিঘার জমির ধান কাটা ও মাড়াই করা যায়। এতে মাত্র ৫ লিটার ডিজেল খরচ হয়। সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা সহজ সর্তে এই যন্ত্র ক্রয় করতে পারবেন বলে জানানো হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর