১৯ নভেম্বর, ২০১৯ ১৫:৩৯

বাগেরহাট শহরের জলবদ্ধতা নিয়ে বেলা’র সেমিনার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরের জলবদ্ধতা নিয়ে বেলা’র সেমিনার

বাগেরহাট পৌরসভার জলাবদ্ধতা সমস্যা এবং সংকট সমাধানে করণীয় নিয়ে সেমিনার করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা সনাকের সভাপতি প্রফেসর আব্দুর রব। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোজাফ্ফর হুসাইন, শেখ আহসানুল করিম, বাগেরহাট জেলা কমিনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক ফকরুল হাসান জুয়েল, জনপ্রতিনিধি মিতা বেগম, সমাজ সেবক শেখ আসাদ, সাংবাদিক ইসরাত হাজান, সাকির হোসেনসহ অন্যরা। 

সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে বাগেরহাট শহরের পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শহরের নিচু জায়গা, পুকুর, খাল, জলাধার, নদী ভরাট করে গড়ে উঠছে রাস্তাঘাট, শিল্প-কারখানা। ফলে সংকুচিত হয়ে যাচ্ছে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ। যে ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থা রয়েছে তা অপর্যাপ্ত ও নিম্নমানের, যা গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। এসব করণে শহরে জলাবদ্ধতা আজ জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর