১৯ নভেম্বর, ২০১৯ ১৫:৫৩

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা জেলায় দ্বিতীয় দিনের মতো অঘোষিতভাবে বাস মিনিবাস ও দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই শ্রমিকরা সোমবার এসব যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবারও বাস মিনিবাস ও দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনালের ইসলাম জানান, সংগঠন থেকে কোনো ঘোষণা নেই। পাশের জেলাগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর চুয়াডাঙ্গার শ্রমিকরাও কর্মবিরতি শুরু করেছে। 

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামের বাস শ্রমিক ইকবাল হোসেন বলেন, নতুন পরিবহন আইন শ্রমিকদের জন্য অনেক কঠিন। আইনের বিষয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। নতুন আইনের শ্রমিকদের অসুবিধার জন্যই আমরা যানবাহন চলানো বন্ধ রেখেছি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর