১৯ নভেম্বর, ২০১৯ ১৬:৪৯

ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের ১ শিশু নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে ইটবাহী একটি থ্রি-হুইলার এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত শিশুটির নাম তিশা। সে তেলজুড়ী গ্রামের তৈয়ব মোল্লার মেয়ে। 

অপরদিকে, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখড়দী নামক স্থানে সূর্যমুখী পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে চাপা দিলে ইজি বাইক চালকসহ ৪ জন মারাত্মক আহত হন। আহতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের রাজিব শেখ (১৮), হালিমা বেগম (২২), হুসাইন সিকদার (০৫), শেফালী বেগম (৩৫)। আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বোয়ালমারী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. মাহামুদ জানান, দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুইলার চালক পলাতক রয়েছে। শিশুটির লাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর