শিরোনাম
১৯ নভেম্বর, ২০১৯ ১৯:৩৭

অতিরিক্ত লবণ কেনায় পটুয়াখালীতে দুই খুচরা ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি:

অতিরিক্ত লবণ কেনায় পটুয়াখালীতে দুই খুচরা ব্যবসায়ীকে জরিমানা

গুজবে কান দিয়ে অতিরিক্ত লবণ ক্রয় করায় পটুয়াখালীতে দুইজনকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে নিউমার্কেট এলাকায় দুই খুচরা ব্যবসায়ীকে লবণসহ আটক করে দুই শত টাকা করে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের ৯নং ওয়ার্ডের কালিকাপুর এলাকার সুলতান মীরা এবং আউলিয়াপুর এলাকার জাকারিয়া শিকদার।

জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ করে লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে এমনও গুজবে খুচরা বিক্রেতা ও সাধারণ মানুষ বিভিন্ন দোকান থেকে লবন ক্রয় করতে থাকে। এমন খবরে শহরের নিউমার্কেট ও পুরান বাজারসহ ব্যবসা প্রতিষ্ঠানে লবণ কেনার জন্য মানুষের ভিড় পরে যায়। 

লবন সংকট আর মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পরলে তাৎক্ষণিক শহরের বিভিন্ন বাজারে র‌্যাব, পুলিশ মোতায়েন ও ভ্রাম্যমান আদালতের টিম টহল দিতে দেখা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান শহরের নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গুজব প্রতিরোধে এ অভিযান চলবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর