১৯ নভেম্বর, ২০১৯ ২১:৪৪

লবণ নিয়ে গুজব প্রতিরোধে পঞ্চগড়ে মাইকিং

পঞ্চগড় প্রতিনিধি:

লবণ নিয়ে গুজব প্রতিরোধে পঞ্চগড়ে মাইকিং

দেশের অন্যান্য এলাকার মতো পঞ্চগড়ে লবন কেনার ধুম পড়েছে। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার বোদা ও আটোয়ারী উপজেলায় লবন কিনতে আকষ্মিক ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। ক্রেতারা কেউ ২ কেজি কেউ ৫ কেজি আবার কেউ এরও বেশি লবন কিনেছেন। সম্প্রতি পেয়াজের দাম বৃদ্ধির কারণে লবনের দামও বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় ক্রেতারা লবন কিনে মজুদ করছেন বলে জানিয়েছেন। কিছু কিছু দোকানদার লবনের স্বাভাবিক দাম ২০/৩৫ টাকা নিলেও গুজবের সুযোগে কিছু কিছু দোকানদার ৫০ থেকে ১শ’ টাকা কেজি লবন বিক্রি করেছেন বলে ক্রেতারা অভিযোগ করেছেন। 
 
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, মাঠ পর্যায়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে লবণের প্রচুর মজুদ রয়েছে জানিয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর