নোয়াখালী সদর উপজেলার চরমটুয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগিকাণ্ডে ১৫ টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টায় নোয়াহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারের তাহের মিয়া মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে এতে ১৫ টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে মাইজদী ও লক্ষ্মীপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
চরমটুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু জানান, আগুনে রাইস মিলসহ ১৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানান।
বিডি-প্রতিদিন/শফিক