২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:০০

প্রাথমিক শিক্ষক হিসেবে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

প্রাথমিক শিক্ষক হিসেবে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মানববন্ধন

'বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, বেকার মুক্ত হবে বাংলাদেশ' ও 'মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, বাংলাদেশে বেকার আর থাকবে না'-এই শ্লোগানে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বাদ পড়া চাকরি প্রত্যাশীদের প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ সোমবার সকাল ১১ টায় নেত্রকোনা পৌরসভার সামনের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরি প্রত্যাশীরা। 

এসময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি সৈয়দ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক হৃষিকেশ বিশ্বাস, সহ-সম্পাদক শম্পা রায়সহ আরও অনেকেই।

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর