পিরোজপুরের স্বরুপকাঠীতে মামুন মিয়া নামে এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্বরুপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের বৌ বাজার এলাকার একটি গাছ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে জানান স্বরুপকাঠী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।
নিহত মো. মামুন মিয়া (৪০) স্বরুপকাঠী উপজেলার ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।
স্বরুপকাঠী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, সকালে সোহাগদল গ্রামের বৌ বাজার এলাকা সংলগ্ন মাঠে মামুন মিয়ার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিতে হাটু গাড়া দেওয়া গাছে ঝোলানো অবস্থায় লাশ উদ্ধার করে।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল