চাকরি স্থায়ী করার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিসের কার্য সহকারীবৃন্দ।
সোমবার সকালে পিরোজপুর সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (৭ম পর্ব) কর্মরত সকল কার্য সহকারীদের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (৭ম পর্ব) কর্মরত কার্য সহকারী মৌসুমী মন্ডল, হাসিবুল ইসলাম হাসান, আমিনুল ইসলাম, তামিম সরদার প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ মার্চ থেকে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মাসিক ৬ হাজার টাকা বেতনে দু’বছর মেয়াদে প্রায় ১ হাজার ৩০০ যুব ও যুব মহিলাদের ওই চুক্তিভিত্তিক নিয়োগ করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন