কুমিল্লার বুড়িচংয়ে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মো. বিল্লাল হোসেন (১৬) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার নারায়ণসার গ্রামে।
মরদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয় এটি দুর্ঘটনা নয়, খুন। হত্যার পর ওই কিশোরের মরদেহ ফেলে রাখা হয় মহাসড়কের পাশে। শুক্রবার মরদেহটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে জানা গেছে এটি খুন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/শফিক