কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে নিহত কৃষক হেদায়েত উল্লাহ হেদুর (৫৫) পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশে আর্থিক সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার নিহত ওই কৃষকের বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামিয়া সাইফুল তার পরিবারের নিকট ২৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, আদ্রা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, ওয়ার্ড মেম্বার আবু হানিফ, সমাজ সেবক মজিবুর রহমান, শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওই কৃষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের কথা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামিয়া সাইফুল জানান, বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে শান্তনা দেয়ার ভাষা নেই। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, বুধবার (৬ মে) বজ্রপাতে নিহত হেদায়েত উল্লাহ হেদু উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামের মরহুম আবদুল লতিফের ছেলে। সে তার বাড়ির নিজ বীজতলায় ধানের বীজ বপনের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামিয়া সাইফুল ওই কৃষকের পরিবারের পাশে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা ও শান্তনা দেয়ায় তার পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম