পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দর এলাকার একই পরিবারের ৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা শনাক্ত হওয়ার ১৮ দিন পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের ছাড়পত্র দিয়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুৃমার সাহা। এর আগেও জেলায় ৪ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
সুস্থ ব্যক্তিরা হলেন হনুফা বেগম (৪০), তার মেয়ে ফারজানা (১৪), মোসা. হাওয়া বেগম (৫০), তার ছেলে সিদ্দিকুর রহমান (২২) ও তাদের দাদি আজিমুন বিবি (৮০)। একই পরিবারের ৬ জনের মধ্যে ফারাজানার পিতা মো. ইব্রাহীম (৪৮) এর নমুনায় সব সময়ই নেগেটিভ এসেছে। তাই তাকে ১৪ দিন পরে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন