বগুড়ার ধুনটে পল্লী বিদ্যুৎ অফিসের রিপন আহমেদ (৩৮) নামে এক লাইনম্যান এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বুধবার বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি বাজারে বৈদ্যুতিক খুঁটির উপর উঠে সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে তার হাত ও পা পুড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাক্ষ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।
স্থানীয়সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে রিপন আহমেদ দীর্ঘদিন ধরে ধুনট পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যানের কাজ করে আসছেন। মঙ্গলবার বিকেলে ঝড়ে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে লাইনম্যান রিপন আহমেদকে দিঘলকান্দি বাজারে বিদ্যুৎ সংযোগ মেরামতের দায়িত্ব দেয় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।
বুধবার বিকেল ৪টায় সাব স্টেশন থেকে বিদ্যুতের সংযোগ বন্ধ করে খুঁটির উপর উঠে তার ও ট্রাসফরমার মেরামত করতে থাকেন লাইনম্যান রিপন। কিন্তু এর কিছুক্ষণ পরেই সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ চালু করায় বৈদ্যুতিক খুঁটির উপরই তার এক হাত ও পা পুড়ে গিয়ে ঝুলে থাকে সে। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
রিপন আহমেদের ভাই জাহিদুল ইসলাম জানান, ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তরা কোন কাজই করেন না। সব কাজই লাইনম্যানদের দিয়ে কাজ করিয়ে নেন। তাদের দায়িত্ব অবহেলার কারণেই তার ভাই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
বগুড়ার ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের মথুরাপুর-চৌকিবাড়ী জোনের ইনচার্জ এমদাদুল হক বলেন, আমরা তাকে বিদ্যুৎ লাইন মেরামত করতে বলিনি। তারপরও তিনি লাইন মেরামত করতে খুঁটির উপর উঠেছিলেন। অসাবধানতা বসত এঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।
বিডি প্রতিদিন/আল আমীন