জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের নাদের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভারত থেকে ৩০ থেকে ৩৫টি বন্য হাতির দল সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে। বুধবার রাতেও বন্য হাতির ওই দলটি আবার সাতানিপাড়া, বালুরচর ও যদুরচর এলাকায় ধান খেতে আসে। ফসল রক্ষায় স্থানীয় এলাকাবাসী জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরও একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে। এতে করে ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরজাহান বেগম বন্য হাতির আক্রমণে কৃষক আব্দুল মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন