ভালুকায় দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ও আইজিএ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপকারভোগীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল