তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ীতে সামিউল (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে গলা টিপে হত্যা করেছে রিপন শেখ নামে এক যুবক। এ ঘটনায় গ্রামবাসীদের সহায়তায় রিপন শেখকে আটক করে পুলিশ।
আটক রিপন শেখ ফুলবাড়ীর পলিশিবনগর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ও নিহত শিশু সামিউল এর সম্পর্কে চাচা। বৃহস্পতিবার নিহত সামিউলের দাদা মোজাফ্ফর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছে। সামিউল ফুলবাড়ী উপজেলার পলি শিবনগর গ্রামের খতিবুর রহমানের ছেলে ও পলি শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ মৌজার ছোট যমুনা নদীর পার থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, শিশু সামিউল গত বুধবার বিকালে বাড়ীর পাশে ছোট যমুনা নদীর ধারে খেলা করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার দিবাগত ভোর রাতে বালুর নিচে শিশু সামিউলের মৃতদেহ চাপা দেওয়া অবস্থায় দেখতে পায়।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানান, বৃহস্পতিবার শিশু সামিউল হত্যায় নিহতের দাদা মোজাফ্ফর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছে। পরে এ ঘটনায় রিপন শেখকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন ইসলাম, শিশু সামিউলকে হত্যার কথা স্বীকার করেছে এবং জানিয়েছে খেলাধুলা করার সময় সামিউল তাকে গালমন্দ করছিল। এইজন্য সে খেলা শেষে সকলে বাড়ীতে ফিরলে শিশু সামিউলকে একা পেয়ে গলাটিপে ধরেছিল। এতে শ্বাসরুদ্ধ হয়ে সামিউলের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/হিমেল