কুষ্টিয়ায় করোনা পরিস্থিতে কর্মহীন অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিতে ভাতার টাকা দিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমারখালী উপজেলার ৫ ইউনিয়নের মুক্তিযোদ্ধারা মিলে আনুষ্ঠানিকভাবে নিজেদের মুক্তিযোদ্ধা ভাতার ১ লাখ ৩০ হাজার টাকা কুষ্টিয়া জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দেন। এই টাকা দিয়ে জেলা প্রশাসক অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেবেন।
কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের নেতৃত্বে এসময় নগদ অর্থ সহায়তা দেওয়া পান্টি, চাঁদপুর, চাপড়া, বাগুলাট ও যদুবয়রা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডাররা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল