লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে মোঃ সামিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় রায়পুর পৌরসভার বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রায়পুর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সামিদ উপজেলার মিরগঞ্জ গ্রামের বাসিন্দা মধুবন বেকারী ব্যবসায়ী মোঃ শামীম হোসেনের ছেলে। সে পৌরসভার সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানায়, সামিদ তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে অভিমান করে জানালার গ্রীলে বেল্ট লাগিয়ে আত্মহত্যার অভিনয় করে। বেল্টটি গলায় ফাঁস লেগে সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ